এম পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: মোংলায় একটি সংখ্যালঘু ব্যক্তির মাছের ঘের লুট ও ঘেরের গৈ ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাতপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
এব্যাপারে মান্নান শেখের ছেলে হুমায়ূন কবির (৪০) ও মৃত সৈয়দ আহম্মদ মীরের ছেলে রেজাউল ইসলাম মীর (৪৫) সহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রনজিৎ মিস্ত্রি।
থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, গত শনিবার (২১ জানুয়ারি) রনজিৎ মিস্ত্রির মাছের ঘের থেকে হুমায়ূন কবির ও রেজাউল মীরসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এক লাখ ৭০ হাজার টাকার মাছ লুট করে। এঘটনায় রনজিৎ বাধা দিলে তাকে হুমকি দিয়ে বীরদর্পে ওই এলাকা ত্যাগ করেন তারা। এসব ঘটনা এলাকার গন্যমান্য ব্যক্তিকে জানালে পরদিন রবিবার (২২ জানুয়ারি) ক্ষীপ্ত হয়ে হুমায়ুন ও রেজাউল ওই মাছের ঘেরের গৈ ঘরে আগুন দেয়।
এব্যাপারে মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল মন্ডল বলেন, ভুক্তভোগীদের কাছে ঘটনার বর্ননা শুনেছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপে এর সুষ্ঠ বিচার চান।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এঘটনায় অভিযুক্ত হুমায়ুন ও রেজাউলের বক্তব্য জানতে তাদের ফোনে পাওয়া যায়নি।
এমআই