মো তাজুল হোসেন, খুবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমরণ অনশনের সমর্থনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত টানা দুই ঘন্টা ব্যাপী প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এ অনশন কর্মসূচী পালন করছেন বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে অনশনরত খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের আশিক বিশ্বাস জানান, 'বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার কোনোভাবেই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাম্য নয়। তাই উক্ত ঘটনায় সংশ্লিষ্ঠ থাকার কারণে আমরা উপাচার্যের পদত্যাগের দাবি জানাই '।
এর আগে ছোট পরিসরে, ন্যায্য কিছু দাবিতে প্রাধ্যক্ষের কাছে আশানুরূপ সাড়া না পেয়ে, উল্টো দুর্ব্যবহার পেয়ে এবং ছাত্রলীগের হামলার শিকার হয়ে তারা উপাচার্যের কাছে দাবি জানাতে যান। তাদের সঙ্গে সংহতি জানান সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গত রোববার বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন। এরপর পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের লাঠিপেটা এবং শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেডে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
এরই জের ধরে এখন উপাচার্যের পদত্যাগের এক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা ।
সময় জার্নাল/এলআর