নিজস্ব প্রতিবেদক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আবারও লেজার অপারেশন চালু করা হয়েছে। এখন থেকে রোগীদের কিডনী ও মুত্রনালীর পাথর লেজারের মাধ্যমে অপসারণ করা সম্ভব হবে।
আজ সোমবার (২৪ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সার্বিক সহায়তায় ইউরোলজি বিভাগে এ লেজার অপারেশন চালু করা হয়।
ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন জানান, তিন বছর ধরে ইউরোলজি বিভাগের লেজার মেশিন বন্ধ ছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যার রোগীদের কষ্ট লাঘবে লেজার মেশিনটি সচল করার উদ্যোগ নেন। ফলে লেজার মেশিনটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। আজ এক পুরুষ রোগীর লেজারের মাধ্যমে মুত্রনালীর পাথর সফলভাবে অপসারণ করা হয়েছে।
সময় জার্নাল/আরইউ