নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহে (১৭ জানুয়ারি-২৩ জানুয়ারি) করোনা সংক্রমণ বেড়েছে ১৮০ শতাংশ। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৮৮ শতাংশ। এদিকে, একদিনেই দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন; মৃত্যু হয়েছে ১৫ জনের।
সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিকাল প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে দুই লাখ ৫৫ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬৭ হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (১০-১৬ জানুয়ারি) এক লাখ ৮৯ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১১ জন। এতে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ১৮০ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৪২। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু বেড়েছে ৮৮ দশমিক ১ শতাংশ।
এমআই