সময় জার্নাল প্রতিবেদক :
কেক কেটে আনন্দঘন পরিবেশে ২য় বর্ষপূর্তি উদযাপন করলো মনন সাহিত্য গ্রুপ । এ উপলক্ষে ২১ জানুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ড. সারোয়ার জাহান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, অর্থনীতি বিশ্লেষক, কবি ও প্রাবন্ধিক ড. লিপন মুস্তাফিজ। সভাপতিত্ব করেন বি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। মূখ্য আলোচক ছিলেন গোয়েন্দা লেখক ও বাংলাদেশ কাস্টমসের অ্যাডিশনাল কমিশনার অরুণ কুমার বিশ্বাস।
উল্লেখ্য, মনন সাহিত্য গ্রুপের নিজস্ব প্রতিষ্ঠান ‘মনন প্রকাশনী’ থেকে ৪ টি বই আসছে আগামী বই মেলায়। মনন সাহিত্য গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আলোচকরা। তারা বলেন, ‘খুব কম সময়ে অনেকটা পথ এগিয়ে গেছে মনন। যা সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য।’
মননকে বহুদূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন মননের প্রধান নির্বাহী খালিদা তালুকদার ও প্রকাশক হাসিব রহমান। মননের মাধ্যমে কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের মেলবন্ধন গড়ে উঠবে বলে প্রত্যাশা তাঁর।’
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, কবি ও আবৃত্তিশিল্পীকে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। সবশেষে সাংস্কৃতিক পর্বে কবিতা ও গান পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আরিফ মল্লিক, মেহজাবিন মিতি, সুরমা আক্তার, অণীশ তালুকদার বাপ্পু প্রমুখ।
সময় জার্নাল/ইএইচ