সময় জার্নাল ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মৃত্যু নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের গভর্নিং বডির সভাপতি ও এনবিইআর'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গরীববান্ধব অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ তার ফেসবুকে এক পোস্টে লিখেন, কিংবদন্তী মাহাথির মোহাম্মদ মৃত্যুবরণ করেন নি। তিনি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে নেয়া হয়েছিলো, তার ডাক্তাররা বলেছেন তার শরীরের উন্নতি হয়েছে। এই লিজেন্ডারি নেতার মৃত্যুর গুজব ছড়ানো অনৈতিক ও অপরাধ ও বটে।
তার পরিবারের সদস্যরা প্রতিক্রিয়া হিসেবে চরম বিরক্তি প্রকাশ করেছেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে। মাহাতির মোহাম্মদ রা বছরে বছরে জন্মায় না, যুগে যুগে জন্মায় না, কালে কালে জন্মায়।
আমি এই মহান নেতার মৃত্যুর গুজব রটনাকারীদের বিরুদ্ধে নিন্দা জানাই। মহান আল্লাহ যেন তার হায়াত বৃদ্ধি করে সেই প্রার্থনা জানাই.... আমিন।
সময় জার্নাল/এমআই