সময় জার্নাল প্রতিবেদক : বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টসম অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২। দিবসটি উপলক্ষে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন টেবিল টক -এ অতিথি হিসেবে অংশ নিবেন মো. মোয়াজ্জেম হোসেন- কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর। আরো উপস্থিত থাকবেন তরুণ উদ্যেক্তা এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মোকাদ্দেছ হানিফ।
রফিকুল ইসলাম রলির প্রযোজনায় এবং সারাহ মেহজাবিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে আজ (বুধবার, ২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায়।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দিবসটি পালন করবে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।
সময় জার্নাল/এসএ