বুধবার, জানুয়ারী ২৬, ২০২২
এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডারে একযুগ পর রাহু মুক্ত হলো। বুধবার (২৬ শে জানুয়ারি) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের খাদ্য সরবরাহ সহ ৫ গ্রুপের ১৬ কোটি টাকার টেন্ডার ড্রপিংয়ের শেষ তারিখ ছিল । একযুগ ধরে কোন ঠিকাদাররা সিডিউল কিনলেও প্রভাবশালী একটি মহলের কারণে টেন্ডার ড্রপিং করতে পারতো না। টেন্ডার ড্রপিং করতে গেলে ঠিকাদাররা হুমকি – ধামকি ও নির্যাতনের শিকার হতো ।
এই দীর্ঘ ১ যুগ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রন করতেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদ ও খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতাশেম হোসেন বাবর এবং বাবরের বিশ্বস্ত সহচর বিল্লাল হোসেন। এদেরকে সহযোগীতা করতেন হাসপাতালের কয়েকজন কর্মচারী । শুদ্ধি অভিযানের পরে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাঙ্গপাঙ্গরা গ্রেপ্তার হওয়ায় আনন্দ উল্লাসে ঠিকাদাররা টেন্ডার ড্রপ করেছে ।
এই বিষয়ে ঠিকাদার ওহিদুর রহমান জানান , বিগত ১২ বছর যাবত বিএনপি , জামাত ও আঃলীগের নামধারী একটি চক্র রাজনৈতিক নীতিভ্রষ্ট ও কিছু অসাধু অফিসিয়াল কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধা প্রদানের মাধ্যমে ফরিদপুর স্বাস্থ্য বিভাগে লুটতরাজের মহোৎসবে মেতে উঠেছিল ।
এবারই প্রথম জেনারেল হাসপাতালে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিযোগীতামুলক দরপত্র দাখিলে সুযোগ পেয়ে সাধারন ব্যবসায়ী হিসেবে আমরা খুশি। অতীতে আমরা টেন্ডারের সিডিউল কিনতে পারিনি, কখন ও কিনতে পারলে দাখিল করতে পারি নাই । উচ্চমুল্যে মালামাল কেনা হয়েছে যার ফলে জনস্বার্থ ক্ষুন্ন হয়েছে ও সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।
সময় জার্নাল/এলআর