শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাইফুল ইসলাম এর কবিতা ‘মৌনতার প্রথম পাঠ’

বুধবার, জানুয়ারী ২৬, ২০২২
সাইফুল ইসলাম এর কবিতা ‘মৌনতার প্রথম পাঠ’

মৌনতার প্রথম পাঠ
                         -সাইফুল ইসলাম

আজ মৌন থাকবো সারাদিন, 
দুচোখে পলক পরবে না কোনো,
অস্ফুট ঠোঁট বলবেনা কোনো কথা।

আজ মনকে বলবো পাথর হও- নিশ্চল স্হবির পাথর।
আজ দ্বিধান্বিত পাগুলোকে বলবো, বৃক্ষের মতো অনড় থাকো- মায়াবী বটের মতো মাটির নীচে গেঁথে ফেলো হাজার শিকড়।

আজ কথা বলবো না একদম- স্রোতহারা মরা নদীর মতো থাকবো নিথর,
কলকল শব্দের আবেগ ভুলে যাব আজ, 
হবো পাথরের মতো নিথর নিশ্চুপ।

আজ বেদনাকে বলবো,
চুপসে যেতে,
সুখকে পাঠাবো নির্বাসনে-দূর বহুদূর,
শুকতারাকে বলবো দিশাহীন হয়ে থাক আজ,
আজ গান ভুলে যাওয়া কোকিলের মতো হবো,
ডানাভাঙা প্রজাপতির মতো
মুখরতাহীন থাকবো সারাদিন-
সবুজ ঘাসেদের মতো হবো নিশ্চল নিশ্চুপ।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল