বুধবার, জানুয়ারী ২৬, ২০২২
আমি এক দস্যি মেয়ে
- রুখসানা বিলকিস শান্তা
আজ থেকে ঠিক দশটি বছর পর,
পালিয়ে যাব তোমায় নিয়ে আমি,
তৈরী থেকো,
তুমি হবে আমার লক্ষ্মী একটা বর।
লেখা পড়া শেষ করেই ধরব একটা চাকরি,
জমিয়ে কিছু টাকা বছর কয়েক ধরে,
তোমার বাবা যদি তখন দেয় বাঁধা,
তবে পালাবো তোমায় নিয়ে চুপটি করে।
আমায় তুমি ভেবো না কিন্তু যেন তেন মেয়ে,
ভেবো না আবার পিছিয়ে যাব তোমার মায়ের ভয়ে।
এখন তুমি যেমন আছো তেমনি ঠিক থাকো,
পড়ালেখা করো, বন্ধুরা মিলে গল্প করো,
বিকেল হলে মাঠে গিয়ে ক্রিকেট খেল,
এসব নিয়ে নিজেকে তুমি ব্যস্ত করে রাখো।
তবে....
ভুলেও যেন অন্য কোনো মেয়ের দিকে
আড় চোখে না তাকাও,
আমার কথা মাথায় রেখো,
কি যে হাল করব আমি,
ঘাড়টা যদি বাঁকাও।
আবারো আমি বলছি শোনো,
করব তোমায় বিয়ে,
তোমার বাবা মা ভালোয় ভালোয় যদি না নেয় মেনে, তবে,
তৈরী থেকো,
ভেগে যাব ঠিকই দেখো তোমায় আমি নিয়ে।
মনে রেখো,
তুমি শুধুই একলা আমার অন্য কারোর নও,
এ জগৎটা গুড়িয়ে দিব যদি অন্য কারোর হও।