স্পোর্টস ডেস্ক: আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে বন্দরনগরী চট্টগ্রামে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। সন্ধ্যা সাড়ে ৫টায় মিনিস্টার ঢাকা মোকাবেলা করবে সিলেট সানরাইজার্সের। চট্টগ্রাম পর্বেও অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়। তারপর সিলেট পর্ব।
প্রথম ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ ছিল অপেক্ষাকৃত দুর্বল দল সিলেট। কিন্তু এই দলের বিরুদ্ধে জিততেও ঘাম ঝড়াতে হয়েছে কুমিল্লাকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য দাপুটে অবস্থানে ছিল ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং- তিন ভার্সনেই কুমিল্লা ছিল দেখার মতো। সাকিবের বরিশালকে তারা হারায় ৬৩ রানের বড় ব্যবধানে। এই ম্যাচ দিয়েই শেষ হয় বিপিএলের প্রথম ঢাকা পর্ব।
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তারুণ্য নির্ভর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলেছে তিন ম্যাচ। এর মধ্যে দুটিতে জয় একটিতে হার। শুরুটা যদিও তাদের হার দিয়ে। বরিশালের সাথে লড়াই করে প্রথম ম্যাচ মিরাজরা হারে ৪ উইকেটে। এরপরের দুটি ম্যাচেই দারুণ দক্ষতায় জেতে দলটি। দ্বিতীয় ম্যাচে তারকাসমৃদ্ধ দল ঢাকাকে তারা হারায় ৩০ রানের ব্যবধানে। আর তৃতীয় ও সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে চট্টগ্রাম ছিল অপ্রতিরোধ্য। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯০ রান করে দলটি। জবাবে ১৬৫ রানে থামে খুলনা। তার মানে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বেশ চনমনে অবস্থায় রয়েছে মিরাজ ব্রিগেড।
সর্বশেষ বরিশালের হার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে। এই ম্যাচে অবশ্য বরিশালকে ভুগিয়েছে দুর্বল ব্যাটিং। টপ অর্ডার তো বটেই লেজের সারির কোনো ব্যাটারও জ্বলে উঠতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। অধিনায়ক সাকিব আল হাসান, ক্রিস গেইল, ডুয়াইন ব্রাভো, সৈকত আলী ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। তিন ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খুলার আগেই। ফলে বরিশালকে এই ম্যাচে অল আউট হতে হয়েছিল মাত্র ৯৫ রানে। চট্টগ্রাম পর্বে বরিশাল তেতে থাকবে, তা সহজেই অনুমেয়।
চতুর্থ স্থানে রয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। দুটি ম্যাচে দলটির জয় ও হার একটি করে। সেই হিসাবে বরিশালের চেয়ে ভালো অবস্থানে খুলনা। শুরুটা এদের দারুণ জয় দিয়ে ঢাকার বিরুদ্ধে। যা ছিল বেশ চমকজাগানিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে অবশ্য খুলনা পারেনি চট্টগ্রামের সাথে। হারতে হয় ২৫ রানের ব্যবধানে।
সময় জার্নাল/এলআর