অপেক্ষা
পুরনো ভাঙা শ্যাওলা পড়া দেয়ালের গন্ধ নাকে লাগে।
সে গন্ধের মাদকতায় স্মৃতিরা জাগে।
জাগে অতীত, আর মিষ্টি মিষ্টি কষ্ট।
জাগে প্রশ্ন আর ভীষণ আবেগ।
বসন্তের বিকেল আর শীতের গোধূলি
প্রেমে পড়ে সূর্যাস্তের।
সূর্য, অস্ত যাওয়ার ঠিক আগমুহূর্তে স্থবির হয়ে যায়,
তার দিকে দূর্বার আকষর্ণে ছুটে আসা
বিকেল আর গোধূলির তফাৎ বুঝতে থমকে দাঁড়ায়।
খানিক ভেবে সূর্য ডুবে অন্ধকারে,
একি পরিণতি পায় বিকেল আর গোধূলির তফাৎ।
নিকষ কালো আঁধারের বুকে গল্প জাগে প্রেমের,
গল্প জাগে নতুন সোনা রঙা সকালের।
বুকের ভিতর চিনচিন ব্যথা নিয়ে
সময় ঘুরে বেড়ায় সকাল থেকে দুপুরে,
দুপুর থেকে বিকেলে, আর বিকেল গড়িয়ে গোধূলিতে।
অস্তগামী সূর্যের সাথে সমাধিস্থ হয়-
আরেকটি নতুন সকালের অপেক্ষায়!
সৈয়দা শাহিদা সুলতানা ইলোরা
৪ জানুয়ারি ২০২২