আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বৈঠকের আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হুমকিমুলক মনোভাব এবং ইউক্রেন সীমান্ত ও বেলারুশে রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদারের’ পরিপ্রেক্ষিতে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার গুরুত্বে’ এই আলোচনা করা হবে।
সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক রুশ সৈন্য মোতায়েন নিয়ে রাশিয়ার সাথে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, ২০১৪ সালে ক্রিমিয়ায় অভিযানের মতোই ইউক্রেনে নতুন করে আগ্রাসন চালাবে রাশিয়া। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।
মার্কিন দূত লিন্ডা তার বিবৃতিতে বলেন, ‘নিরাপত্তা পরিষদের সদস্যদের চলমান পরিস্থিতি খতিয়ে দেখতে হবে এবং এতে ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের জন্য কী বিপদ রয়েছে তা বিবেচনা করতে হবে। পাশাপাশি ইউক্রেনে রাশিয়া আবার আক্রমণ করলে আন্তর্জাতিক নীতিমালায় মূল দায়িত্ব ও নীতি চিন্তায় নিতে হবে।’
লিন্ডা বলেন, ‘বসে বসে দেখা ও অপেক্ষার সময় এটি নয়। এখন নিরাপত্তা পরিষদের পূর্ণ মনোযোগ দরকার। সোমবার আমরা খোলামেলা ও ফলপ্রসূ আলোচনার অপেক্ষা করছি।’
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের একটি রাশিয়া। পরিষদে উত্থাপিত যেকোনো প্রস্তাবে ভেটো দেওয়ার অধিকার রয়েছে দেশটির।
সময় জার্নাল/এলআর