নারায়ণগঞ্জ প্রতিনিধি। সাড়ে চার ঘণ্টা পর নারায়ণগঞ্জের মদনপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
বিকেল চারটা ৩০ মিনিটের দিকে জাহিন গার্মেন্টসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথম ইউনিটটি পৌঁছায় ১৫ মিনিটের মধ্যেই। এরপর একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। শেষ পর্যন্ত ১৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনো খবর আমরা পাইনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে বলতে পারছি না।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল সাময়িক বন্ধ ছিল। এ কারণে ওই সড়কে দীর্ঘ যানজট লেগেছে। রাত সাড়ে নয়টার সময় সড়কের একপাশ সচল হলেও আরেকপাশে যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল চারটায় কারখানায় আগুন লাগে। মুহূর্তেই কারখানার চারটি ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার পরিসর বড় হওয়ায় ও ভেতরে সম্ভাব্য দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
তবে কারাখানা বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না বলে ধারণা করা হচ্ছে। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
সময় জার্নাল/আরইউ