সময় জার্নাল প্রতিবেদক :
স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘এটিএন বাংলা-উন্নয়নে বাংলাদেশ এ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিষয়ের কিংবদন্তী অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নম্বর ফ্লোরে এটিএন বাংলা ‘উন্নয়নে বাংলাদেশ এ্যাওয়ার্ড’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসাখাতে বিশেষ অবদানের জন্য বিশেষজ্ঞ এই চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এছাড়াও এ সময় ২০২১ সালে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইটি, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের জন্য এটিএন বাংলার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরও ছিলেন বাসসের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু আহসান মো. সামসুল আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হেদায়েতুল আজিজ মুন্না, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ নাঈম।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে দেশ-বিদেশের অনেক বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ