ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
এতে করোনা আক্রান্তে দুইজন ও করোনা উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়। ময়মনসিংহের মায়া রানী (৬৪) ও শেরপুরের লুৎফর রহমান (৪২) করোনা আক্রান্তে মারা যায়। সন্দেহজনক করোনা উপসর্গে মারা গেছেন ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার দুলাল মিয়া (৫২) এবং ভালুকা উপজেলার নুরুল হক (৬৫)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।
করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ওয়ার্ডে ২০ জন নতুন ভর্তিসহ ৭৩ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৪ টি জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ।
সময় জার্নাল/আরইউ