তিতুমীর কলেজ প্রতিবেদক: বঙ্গবন্ধুকন্যার হাত ধরে দেশ এগুচ্ছে বঙ্গবন্ধুর দেখানো পথে। আজও পথ দেখাচ্ছেন 'ভরসার বাতিঘর' বঙ্গবন্ধু।
"বঙ্গবন্ধুর দেয়া লড়াকু মন এবং বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় রূপান্তর" বিষয়ে এক ভার্চুয়াল সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমান এসব কথা বলেন।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের অংশ হিসেবে রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ঃ৩০ মিনিটে এ ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা মুক্তার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকী।
আরও উপস্থিত ছিলেন কলেজের সকল বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকমণ্ডলী।
এছাড়াও কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ড. আতিউর রহমান যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় রূপান্তরে বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।
তিনি আরও বলেন, নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর রাজনীতির কেন্দ্রে ছিলো শুরু থেকেই। সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রের কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক নীতি নিশ্চিত করেছিলো তাঁর সংবিধান।
আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধুকন্যার হাত ধরে দেশ এগুচ্ছে বঙ্গবন্ধুর দেখানো পথে। জীবন বাজি রেখে আবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা ২০০৮ সালে। সে থেকে অন্তর্ভুক্তিমূলক ও টেঁকসই উন্নায়নের নতুন অভিযাত্রা চলছে বিরামহীন।
প্রধান অতিথির বক্তব্য প্রফেসর তালাত সুলতানা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অবশ্যই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তবে তরুণ প্রজন্মকে বেশি কাজ করতে হবে তাঁর স্বপ্ন পূরণে, তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে।
সময় জার্নাল/এমআই