সর্বশেষ সংবাদ
সাক্ষাৎকার
সময় জার্নাল প্রতিবেদক :
নতুন সচিব পেলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থেকে পদোন্নতির পেয়ে প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মোঃ কামরুল হাসান রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব পদে যোগদান করলেন।
কামরুল হাসান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের কৃতি সন্তান।
নতুন সচিবকে বরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন, জনগণের সাথে মিশে যেতে হবে। তাঁরা জনগণের খাদেম, সেবক, ভাই। তাঁরা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর এই আদর্শকে সমুন্নত রেখে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিনবদলের সনদ বাস্তবায়নে এগিয়ে যাবেন নবাগত সচিব- এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন ডা. এনাম।
পাশাপাশি ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে গতিশীল,সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন সৃষ্টির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কে আমরা জনবান্ধব ও বন্ধুত্বপূর্ণ মন্ত্রনালয় হিসেবে যে উচ্চতায় তুলে এনেছি তা সমুন্নত রাখতে নতুন সচিব কামরুল হাসানের সততা, দেশপ্রেম, মেধা এবং যোগ্যতার প্রতিফলন দেখার প্রত্যাশায় বাংলাদেশ।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া মোঃ মোহসীনকে কৃতজ্ঞতা ও শুভ কামনা জানান প্রতিমন্ত্রী ডা, এনাম।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল