দুর্গাপুরের দূর্গে
- সামসুজ্জামান বাবু
শহর ছেড়ে গাঁয়ের পথে
হিমের চাদর গায়ে,
জুড়ায় আখি তাকাও যেথা
ডানে কিংবা বায়ে।
নাছিরনগর ছেড়ে যাবো
নেত্রকোনার পথে,
শ্যামগঞ্জের নিকট এলে
গাছ গাছালীর সাথে।
নাক বরাবর উত্তরে যাই
দুর্গাপুরের ঘ্রান,
মন মাতানো সুরের যাদু
জুড়ায় সবার প্রাণ।
চলতি পথে কংস নদী
স্বচ্ছ জলাধার,
নির্মল বায়ু বইছে অপার
দর্শি বারেবার।
কংস পেরিয়ে সামনে যাব
দৃষ্টি জলের রেখা,
দূর দিগন্তে দেখতে পাবে,
সোমেশ্বরীর দেখা।
আদিবাসীদের লোকালয়ে
কমলা রাণীর বাড়ি,
আনাচে কানাচে গ্রামে গ্রামে
গাইছে জারী সারি।
তেভাগাদের আন্দোলনের
স্মৃতিস্তম্ভ দেখে,
কত যে বেদনা কত না কষ্ট
জল আসছে চোখে।
যোসেফ এলো ধর্ম প্রচারে
তৈরী হলো গির্জা,
ভাটির দেশে শাসন করতো
অয়োময়ের মির্জা।
কবি পরিচিতি : মুহাম্মদ সামসুজ্জামান ১৯৭১ সালের ২৫ আগস্ট বুধবার সকাল ৯ টায় টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সেওয়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করেন। বর্তমান কর্মস্থল রাজধানী ধানমন্ডির ‘কাকলি হাই স্কুল এন্ড কলেজ’। এখানে তিনি শিক্ষকতা করেন। সাহিত্যের সাথে নিজেকে অনেক আগেই জড়িয়েছেন। ৯০ এর দশকে কল্পক সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আমরন সাহিত্য চর্চা করার ইচ্ছা পোষণ করেন।