ময়মনসিংহ প্রতিনিধি। ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরে ২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৫ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ৬ টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সারোয়ার জাহান।
তিনি জানান, ৩১ জানুয়ারি দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। রাতে ভালুকা ও ফুলপুর উপজেলা পরিষদে বেসরকারীভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ১০ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন, উথুরা ইউনিয়নে মো নূরুল ইসলাম, মেদুয়ারীতে জেসমিন নাহার রাণী, ভরাডোবায় শাহ আলম তরফদার, ধীতপুরে লুৎফর রহমান খান সারফুল, ভালুকা সদরে সিহাব আমীন খান, মল্লিকবাড়িতে এসএম আকরাম হোসাইন, ডাকাতিয়ায় হারুনূর রশিদ, কাচিনায় মুশফিকুর রহমান লিটন, হবিরবাড়িতে তোফায়েল আহম্মেদ বাচ্চু, রাজৈ'তে নূরুল ইসলাম বাদশা
সতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিরুনিয়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে শামসুল আলম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ টিতে নৌকা ও ৫টিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে নির্বাচিতরা হলেন, রুপসী ইউনিয়নে শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউনিয়নে মো. দেলোয়ার মোজাহিদ সরকার, ছনধরা ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ, ভাইটকান্দি ইউনিয়নে নিয়ে আলাল উদ্দিন আহমেদ এবং সিংহেশ্বর ইউনিয়নে মো. শাহ আলী।
সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন, রামভদ্রপুর ইউনিয়নে আসারস প্রতীক নিয়ে মো. রোকনুজ্জামান, ফুলপুর ইউনিয়নে আসারস প্রতীক নিয়ে মো. রেজাউল হক ফকির রাসেল, পয়ারী ইউনিয়নে আসারস প্রতীক নিয়ে মো. মফিজুল ইসলাম, বওলা ইউনিয়নে আসারস প্রতীক নিয়ে মো. মাহবুব আলম ডালিম, রহিমগঞ্জ ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে একরাম হোসেন চৌধুরী পান্না।
সময় জার্নাল/আরইউ