বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২
রেজাউল করিম রেজা,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাচা জবেদ আলী (৬০) কে পিটিয়ে হত্যা করেছে তারই দুুই ভাতিজা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। ঘটনার পর মঙ্গলবার রাতে নিহতের স্বজনরা কচাকাটা থানায় মামলা দিলে বুধবার এক নারীকে গ্রেফতার করে
পুলিশ।
এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। নিহত জবেদ আলী কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি মৌজার বালাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারকৃত নারী ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসনা বেগম (৩৫)।
এলাকাবাসী জানান,চাচা জবেদ আলীর সাথে তার ভাতিজা একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও শহিদুল ইসলামের জমিজমা
নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যের কিছুরক্ষণ আগে জবেদ আলী জমিতে ইরি রোপনের জন্য পানি নিতে গেলে ভাতিজা শফিকুল ও শহিদুলসহ বাড়ির লোকজন জবেদ আলীকে এলোপাথারি লাঠি দিয়ে পিটাতে থাকে। এত ঘটনাস্থলেই জবেদ আলী মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরপর নিহতের স্বজনরা রাতেই থানায় ১৯জনকে আসামী করে মামলা দিলে বুধবার সকালে হাসনা বেগম নামের ওই নারীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ ময়না তদন্তের জন্য সকালে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এমআই