বুধবার, ফেব্রুয়ারী ২, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ
আজ (বৃহস্পতিবার) দুপুরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ছাড়বে নারী ক্রিকেট দল। তার আগে করা করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন দলটির তিন সদস্য। যেখানে একজন ক্রিকেটার এবং দুই সাপোর্ট স্টাফ।
যারা করোনা পজেটিভ হয়েছেন, তাদের ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর নেগেটিভ প্রমাণিত হলে ৮ দিন পর যাত্রা করতে পারবেন।
বিসিবির নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলছিলেন, ‘একজন ক্রিকেটার আর দুজন অফিশিয়ালের করোনা পজিটিভ এসেছে। তাদের কোনো উপসর্গ নেই। ৮ দিন পর আমরা তাদের টেস্ট করাব। যদি নেগেটিভ আসে তারা নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে।’
মূলত, আজ বৃহস্পতিবার নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দেশ ছাড়বেন সালমা খাতুন, জাহানারা আলমরা। নারী দল ঢাকা ছেড়ে যাবে দুপুর দেড়টায়। এজন্য করা হয়েছিল করোনাভাইরাস পরীক্ষা। সেই পরীক্ষায় পজিটিভ এসেছে এই ৩ জনের। যাদের একজন ক্রিকেটার এবং দুই সাপোর্ট স্টাফের সদস্য।
৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করে বাংলাদেশ দল সেখানে পৌঁছাবে ৪ ফেব্রুয়ারি। সেদিন থেকে শুরু কোয়ারেন্টাইন। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি করোনাভাইরাস নেগেটিভ সাপেক্ষে মুক্ত হবেন বাঘিনীরা। এরপর চলবে কন্ডিশনিং ক্যাম্প। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পের পর ২৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের অংশ হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরের দিন অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জোত্যির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।
এমআই