মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত একটি ইটভাটা থেকে মৌসুমী আক্তার নার্গিস (২০) নামে এক তরুনীর মরদেহ উদ্ধার করেছেন মেলান্দহ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টা দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলাপড়া এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটার পাশে থেকে ওই তরুনীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মৌসুমী আক্তার নার্গিসের বাড়ি, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উওর বত্রিশ হাজারী এলাকার মোঃ জাকির হোসেনের মেয়ে বলে শনাক্ত করেছেন, জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক জয়নাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলাপাড়া এলাকায় মেলান্দহ-ইসলামপুর মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ইটভাটার পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, স্থানীয়রা ফোন দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে যাই। আমরা পরিচয় শনাক্ত না করতে পেয়ে পিবিআইকে খবর দিলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এনআইডি সার্ভারে মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিক ভাবে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
সময় জার্নাল/ইএইচ