সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারি তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৪ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮০৬ জন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত মোছাববর মোড়লের স্ত্রী ফাতেমা খাতুন(৬৫), কালিগঞ্জ উপজেলার বরোয়া গ্রামের বিধান চন্দ্র দাসের স্ত্রী কনিকা মন্ডল(৪৪), আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী আছিরন বিবি(৬০) ও শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের মৃত নাসিরউদ্দিীনের ছেলে কামরুজ্জামান(৫৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা আক্রান্ত হয়ে হালিমা খাতুন ও জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারি ভোর রাত পৌনে ১টা থেকে রাত সোয়া ৯টার মধ্যে মধ্যে বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।
সময় জার্নাল/আরইউ