শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাত কলেজে ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি

শুক্রবার, ফেব্রুয়ারী ৪, ২০২২
সাত কলেজে ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি

ক্যাম্পাস ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওতাধীন সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি ভর্তির প্রথম কিস্তির টাকা পরিশোধন করবে। এরপর ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটে প্রায় ২১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা গত ১৬ জানুয়ারি প্রকাশিত হয়।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল