ক্যাম্পাস ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওতাধীন সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি ভর্তির প্রথম কিস্তির টাকা পরিশোধন করবে। এরপর ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটে প্রায় ২১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।
সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা গত ১৬ জানুয়ারি প্রকাশিত হয়।
সময় জার্নাল/আরইউ