এহসান রানা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নবনির্মিত রাধাগোবিন্দ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ ই ফেব্রুয়ারী) দুপুরে এই উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
চকবাজার কাপড়পট্টি ফরিদপুরের ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চক বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন।
অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রীধাম শ্রীঅঙ্গন এর সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারী, ও ইসকনের কর্মকর্তা রামেশ্বর চরণ দাস।
অনুষ্ঠানে বেদ পাঠ করেন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম এর অধ্যক্ষ স্বামী সুরবাননদ মহারাজ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পৌর মেয়র বলেন, আজ একটা পবিত্র দিন। আর এই দিনে মন্দিরে কার্যক্রম উদ্বোধন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
তিনি আরো জানান, এই মন্দির ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মীয় কাজ করতে পারবে। তিনি এ ব্যাপারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে মন্দিরের ফিতা কেটে এবং প্রতিমা প্রণাম করে তিনি কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কর্মকার। এ সময় চকবাজার কাপড় পট্টি, ফরিদপুর বণিক সমিতি, এবং চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই