ওয়াজেদুল হক, মেহেরপুর প্রতিনিধি: শিশু সাহিত্যে বাংলা একডেমি পুরষ্কারে ভূষিত রফিকুর রশীদ রিজভিকে সম্মাননা প্রদান করেছে মেহেরপুর পাবলিক লাইব্রেরী ও জেলা শিল্পকলা একাডেমী।
শনিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুণি এ লেখকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান।
বক্তব্য রাখেন দেশ বরেণ্য কথাসাহিত্যিক রফিকুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফাচ্ছের হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ।
এ সময় রফিকুর রশীদ বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসে সাহিত্য চর্চা করে চেষ্টা করেছি পাঠকদের মন জয় করতে। আমার মতো ক্ষুদ্র লেখক বাংলা একাডেমি পুরষ্কারে ভূষিত হয়েছে তাও আবার মফস্বল থেকে। এটাই আমার কাছে পরম পাওয়া। আমি মনে করি এ অর্জনটি দেশের সকল মফস্বল লেখকদের। এ পুরষ্কারের পর আমার দায়িত্ব আরো বেড়ে গেল। চেষ্টা করবো শিশু উপযোগী আরো বই লেখার। যদিও এ কাজটি অত্যন্ত কঠিন।
তারপরও আমি কথা সাহিত্যিক। সে হিসেবে সাহিত্যের অন্যান্য অঙ্গনের লেখালেখি অব্যাহত থাকবে। সব সময় চেষ্টা করবো পাঠকদের উপযোগী করে বই লেখার।
এমআই