সময় জার্নাল ডেস্ক। ‘ঐতিহ্য অন্বেষণে, আগামীর উত্তরণে’ এ স্লোগানে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মাইম ডিরেক্টরস মিট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন, কক্সবাজার ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ভিসি ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া।
এদিন সন্ধ্যায় মূকাভিনয় প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন নাট্য সংগঠক জাহিদ রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলাম। এ সম্মেলনের আহ্বায়ক ছিলেন রিজওয়ান রাজন।
সারাদেশ থেকে এতে অংশ গ্রহণ করেছে প্যান্টোমাইম মুভমেন্ট, স্বপ্নদল, শ্রুতি সাংস্কৃতিক একাডেমী নারায়নগঞ্জ, নাট্যতরী, রঙ্গন মাইম একাডেমী, গোল্লাছুট নাট্যদল, মাইম ফেইস, মিরর মাইম থিয়েটার, মনন মাইম থিয়েটার, মুক্তমঞ্চ নির্বাক দল গাজীপুর, বাংলাদেশ মাইম থিয়েটার, ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন, দ্যা ম্যামার’স, সাইলেন্ট থিয়েটার, রংপুর মাইম এন্ড কালচারাল ক্লাব, ইন্সটিটিউট অব মাইম এন্ড মুভমেন্ট, মূকাভিনয়ম, কক্সবাজার মাইম সোসাইটিসহ বিভিন্ন নাট্যদল।
মূকাভিনয় কর্মীদের অংশগ্রহণে সেমিনার, মুকাভিনয় নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা এবং মুকাভিনয় প্রদর্শনী।
নাট্যজন ধীমান সাহা জুয়েলের পরিচালনায় দুইদিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মাইম ফেডারেশনের সভাপতি এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন।
বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অধ্যাপক সুখন সরকার, ফজলে রাব্বি সুকর্ন, মেজবাহ চৌধুরী, ওমর ফারুক সময়, মীর লোকমান, মাহবুব আলম, মুহাম্মদ ইকবাল জাভেদ, শহিদুল মুরাদ, মুহাম্মদ খোরশেদ আলম রুবেল, মিরাজ রেজা, দিগার মু. কৌশিক, দেওয়ান জুলহাস, ফরিদুল ইসলাম বাবু, ইহতিয়াজ ত্বকী প্রমুখ।
সময় জার্নাল/আরইউ