সময় জার্নাল ডেস্ক: টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মুরসালিন হক জুনায়েদ।
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে শুক্রবার ২০২২ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এক বছর মেয়াদী ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি (সদস্য কল্যাণ) আশরাফুল ইসলাম রানা (ভোরের কাগজ), সহসভাপতি (গভ: অ্যান্ড কর্পোরেট রিলেশন) কুমার বিশ্বজিত রায় (বাংলাদেশ টেলিভিশন), সহসভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) রিশাদ হাসান (নিউজ২৪ টেলিভিশন)।
এ ছাড়া কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিমুল (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম দস্তগীর তৌহিদ (টেকভিশন২৪ ডটকম), ক্রিড়া সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ তুষার (কম্পিউটার বিচিত্রা), কার্যনির্বাহী সদস্য ফাহমিদা আক্তার (চ্যানেল আই) এবং মো. নাজমুল হোসেন (নয়াদিগন্ত)।
নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এবং আজকের পত্রিকার সহকারী সম্পাদক ফারুক মেহেদী।
নির্বাচন ২০২২ ও সদস্যদের মিলনমেলায় উপস্থিত ছিলেন টিএমজিবির ট্রাস্টি ও সদস্যরা।
সময় জার্নাল/এমআই