স্পোর্টস ডেস্ক। পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত অনূর্ধ্ব-১৯ দল। শনিবার ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় যশ ঢুলের দল।
এ দিন আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের যুবারা সব কয়টি উইকেট হারিয়ে ১৮৯ রান করে। ম্যাচের দ্বিতীয় ওভারেই রবি কুমরা তুলে নেন ওপেনার জ্যাকব বেথেলকে। চতুর্থ ওভারে ফের সাফল্য। এ বার রবির শিকার ইংরেজ অধিনায়ক টম প্রেস্ট। অফ স্টাম্পে থাকা হাফভলি বলে কাট করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে ঢুকে এসে উইকেট ভেঙে দেয়।
এরপর শুরু হয় রাজের জাদু। পরপর তিনি তুলে নেন জর্জ থমাস, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল এবং রেহান আহমেদকে। সামান্য কিছুটা প্রতিরোধ গড়ার পর ফেরেন অ্যালেক্স হর্টনও। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে তখন ধুঁকছে ইংল্যান্ড। ৮ম উইকেটে রিউ আর সেলস ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরাল। শেষ পর্যন্ত ১৮৯ রানে থেমে যায় ইংরেজদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভাল হয়নি। দ্বিতীয় বলেই ফিরে যান ছন্দে থাকা অঙ্গক্রিশ রঘুবংশী। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে প্রথম উইকেটে জুটি গড়ছিলেন হর্নুর সিংহ এবং শেখ রশিদ। কিন্তু লেগ সাইডের বল ছাড়তে গিয়ে গ্লাভসে লাগে হর্নুরের। উইকেটকিপার সহজেই ক্যাচ ধরেন। রশিদ এবং যশের তৃতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়ার আগেই ফিরলেন রশিদ। অর্ধশতরান করেই তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়লেন। কয়েক বল পরে আউট ঢুলও।
শেষে নিশান্ত সিন্ধু এবং রাজের পঞ্চম উইকেট ভারতকে বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে দিল।
সময় জার্নাল/আরইউ