প্রবাস ডেস্ক। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সাথে রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় চত্বরে ‘বাংলাদেশি স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউক্যাসেল ইউনিভার্সিটি’ এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তাঁর দীর্ঘ কূটনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিদেশে কূটনীতিক হিসাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা গর্বের ব্যাপার। এক যুগ আগেও আমাদের কাজে অনেক প্রতিবন্ধকতা ছিল। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। গত এক দশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিশাল উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের সেইসব পরিসংখ্যান তুলে ধরার মাধ্যমে আমরা বিদেশীদের কাছে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরছি। উন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক অবস্থানের কারণেও বিদেশীরা আজকাল বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে উঠছে।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। সম্পর্কের এই পরিধি আগামী দিনে যাতে আরো সম্প্রসারিত হয়, সে লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। করোনার এই ক্রান্তিকালেও যাতে বাঙালিরা সময়মত কনসুলার সুবিধা পায়, সে লক্ষ্যে আমাদের অফিসের স্টাফরা প্রতিদিন বারো থেকে ষোল ঘন্টা পর্যন্ত কাজ করেছেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত উপস্থিত ছাত্র-ছাত্রী এবং কমিউনিটির সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কতিপয় বিষয় ঢাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, ড. আবুল হাসনাৎ মিল্টন, ডা. ফখরুল ইসলাম, নাজমা ইসলাম, ড. মাহমুদুর রহমান পল্লব, ড. মাইনুল হক পাভেল, ড. তানভি নেওয়াজ, আশিকুর রহমান রাফি, রোসনে আলম, আনিকা আননূর, প্রমুখ।
সময় জার্নাল/আরইউ