সময়ের নিশ্ছিদ্র গহ্বরে
- রুখসানা বিলকিস শান্তা
এ ভাবেই সময় যাচ্ছে চলে,
নিয়ম মেনে অথবা অনিয়মের সাথে মিলে,
জীবন কাহিনী অপূর্ণতা পায়,
পূর্ণতার ভিড়ে কিছু অযাচিত ভুলে।
যাবার বেলায় পরে রয় শুধু কিছু স্মৃতি,
কিছু সুখ-দুঃখ আর কিছু ব্যাথা,
কিছু পাওয়ার গল্প, হোক না তা অল্প,
কিছু কথা যা না পাওয়ার অশ্রুতে গাঁথা।
সত্যি কি চলে যাব? সব কিছুকে ছেড়ে?
অমীমাংসিত বইয়ের পৃষ্ঠার সকল লেখাও কি যাবে এক নিমেষে উড়ে?
কোথায যাব? ঐ দূর আকাশে? তারা হয়ে কি রবো?
নাকি মাটির অতল আধাঁরে,
যেথা আলোকিত হবে না পিদিমের শিখরে।
কর্পুরের মতন কি উবে যাব?
বায়ূতে মাখামাখি হবো?
তখনো কি শুনতে পাবো- পাখিদের কুজন,পাতার শব্দ,
বয়ে চলা নদীর কলকলানি,
পাহাড়ের গায়ে লেগে থাকা বাতাসের প্রতিধ্বনি।
কি হবে কিছুই জানা নেই বলে,
মনের ভেতর চিন্তাদের এলোমেলো খেলা চলে।
কাটছে জীবন যার যেমন খুশি তেমন,
শেষ হবে যেদিন সকলের রাত আর দিন,
সুতো ছিঁড়ে যাবে নাটাই হতে,
নীল আকাশে পাড়ি জমাবে জীবন নামের ঘুড়ি,
হবে না ফেরা আর কখনো নিজের সাজানো বাড়ি।