নিজস্ব প্রতিবেদক: নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়ে প্রথম সভায় বসেছেন সার্চ কমিটির সদস্যরা। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সুপ্রিম কোর্টের ‘জাজেজ লাউঞ্জে’ এ বৈঠক শুরু হয়।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বাকি পাঁচ সদস্যদের উপস্থিতিতে এই সভা শুরু হয়। কমিটির বাকি সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। শনিবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারক ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়।
ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নিয়মানুযায়ী এর আগেই নতুন কমিশন গঠন করতে হবে যার অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমআই