শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিশ্বে একদিনে ১১৪৬৪ জনের মৃত্যু, শনাক্ত ২৪ লাখ

বুধবার, ফেব্রুয়ারী ৯, ২০২২
বিশ্বে একদিনে ১১৪৬৪ জনের মৃত্যু, শনাক্ত ২৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৪৬৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১ হাজার ১১৩ জন। আগের দিন ১২ হাজার ৯১৯ জনের মৃত্যু ও সংক্রমিত হন ২৬ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৭৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার ৮০০ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৭৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৬ হাজার ৫০০ জন।

দৈনিক সংক্রমণের হিসাবে ফ্রান্সের পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ২ লাখ ২৭ হাজার ৪৫৮ জন, মারা গেছেন ২ হাজার ৭৮৫ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় দেশটি সংক্রমণের হার বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। আগের ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হন ১ লাখ ৯৯ হাজার ৪৯৪ জন, মারা গেছেন ৩ হাজার ১৩৫ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৩৯৩ জন ও মারা গেছেন ৯ লাখ ৩৫ হাজার ৯২২ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ১৫৩ জন। মারা গেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৭৯ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ১২২ জন। মারা গেছেন ৫ লাখ ৬ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১৪৬ জন, মারা গেছেন ১ হাজার ২৪১ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। মারা গেছেন ২৮ হাজার ৭০৩ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল