বুধবার, ফেব্রুয়ারী ৯, ২০২২
ববি প্রতিনিধি, মোঃ তারিকুল ইসলাম আরিফ:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)নবম ব্যাচের দুই বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে ব্যাচ ডে -২০২২ উৎযাপন করে নবম ব্যাচের শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় নবম ব্যাচ ২০২০ সালের ৯ ই ফেব্রুয়ারী যাত্রা শুরু করে।তারপর থেকেই প্রতি বছর ৯ ই ফেব্রুয়ারীকে ব্যাচ ডে হিসেবে উৎযাপন করে আসছে ববি নবম ব্যাচের শিক্ষার্থীরা।সেই ধারাবাহিকতায় ব্যাচ টি তাদের একতা বজায় রাখার জন্য করোনা মহামারির মধ্যেও সীমিত পরিসরে বর্নাঢ্য আয়োজনে ব্যাচ ডে উৎযাপন করে।
অনুষ্ঠানটি তারা কেক কাটার মধ্য দিয়ে শুরু করে। পরবর্তীতে মুক্তমঞ্চ থেকে আনন্দ র্যালি বের করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় মিলিত হয়। তারপর শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মো সাদেকুল আরেফিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
তখন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপাচার্য মহোদয় ঐক্যবদ্ধ্যভাবে মিলেমিশে চলার প্রত্যয় ব্যক্ত করেন।এবং পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব দ্বারা ভাতৃত্বের বন্ধনে শিক্ষার্থীদের আবদ্ধ হওয়ার আহবান জানান।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মোঃআসিব হাসান বলেন,ব্যাচ ডে এর মাধ্যমে নবম ব্যাচের সকল বিভাগের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পেরেছে।পরবর্তী বছর গুলোতে এভাবেই সকলে ঐক্যবদ্ধভাবে এ দিনটি উৎযাপন করার অভিব্যক্তি প্রকাশ করেন। যা শিক্ষার্থীদের পরবর্তী পথচলাকে আরো সুন্দর করবে।
সন্ধায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি হয়।
উল্লেখ্য আজকের আয়োজনের শ্লোগান ছিলো
"দেখা হলে বলিস তুই অদম্য-৯
সময় জার্নাল/এলআর