মিজানুর রহমান উওরা প্রতিনিধি:
রাজধানীর তুরাগে রানাভোলা এলাকায় একটি ইলেকট্রনিক্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ঘণ্টাব্যাপী তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় দমকল বাহিনী।
ডিসেন্ট ইলেক্ট্রো নামের প্রতিষ্ঠানটির একটি গুদাম ঘর থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। বৈধ কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠানটি আবাসিক এলাকায় ঝুুঁকি নিয়ে ইলেকট্রনিক্স পন্য উৎপাদন করে আসছিল বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন এক কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে গণমাধ্যমকে এড়িয়ে যান তিনি। তবে ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোন পূর্বপরিকল্পিত কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকে বাঁধা দেয় প্রতিষ্ঠানটির একাধিক কর্মচারী ও কর্মকর্তারা।
স্থানীয় ওয়ার্ড সচিব জানায়, ফায়ার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানটি ঝুঁকিপূর্ণভাবে স্থানটিতে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
সময় জার্নাল/এলআর