গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জনবহুল ব্যস্ততম ভবেরচর বাস স্ট্যান্ডে মহাসড়ক পারাপার নিরাপত্তা নিশ্চিত করতে, প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা কমিয়ে আনতে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার সকল স্তরের গণমানুষের প্রাণের দাবি ফুটওভার ব্রিজ নির্মাণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকল স্তরের মানুষের অংশগ্রহণে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন সমিতি মার্কেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা মুখী পথে এই মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহ আলম, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব , ভবের চর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি বেলাল ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মাহাতি ইসলাম বাবু , কাউসার আলম প্রমুখ ।
সময় জার্নাল/ইএইচ