বিনোদন ডেস্ক: আজ প্রকাশ করা হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ৩.৭৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা।
ফল প্রকাশের পর দীঘি জানান, ‘করোনা ভাইরাস মহামারির কারণে দেড় বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি। তারপরও এই রেজাল্ট এসেছে। সব মিলিয়ে আমি খুশি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে হবে।’
প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।
দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে চলতি বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।
এমআই