রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ডাকা হয়নি তাসকিন-শরিফুলকে, নিলামের শেষ রাউন্ডেও দল পায়নি যারা

রোববার, ফেব্রুয়ারী ১৩, ২০২২
ডাকা হয়নি তাসকিন-শরিফুলকে, নিলামের শেষ রাউন্ডেও দল পায়নি যারা

স্পোর্টস ডেস্ক: ব্যাঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের পঞ্চম ও শেষ রাউন্ড শেষ হয়েছে। অর্থাৎ তালিকায় থাকা খেলোয়াড়দের নিলাম শেষ। এই রাউন্ডে অনেক বড় তারকা দল পায়নি। তাদের মধ্যে অন্যতম মার্টিন গাপটিল, বেন কাটিং ও রস্টন চেজ অন্যতম।

বাংলাদেশি দুই পেস বোলার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকেও ডাকা হয়নি। মূলত ফ্রাঞ্জাইজিদের আগ্রহ না থাকাতেই তাদের নিলামে ডাকা হয়নি।

একনজরে দেখে নিন কারা দল পেয়েছে ও অবিক্রিত থেকেছে

মার্টিন গাপটিল- অবিক্রিত
ভানুকা রাজাপাক্সা- অবিক্রিত
রস্টন চেজ- অবিক্রিত
বেন কাটিং- অবিক্রিত
পাওয়ান নেগি- অবিক্রিত
সিন অ্যাবট- সানরাইজার্স হায়দ্রাবাদ- ২ কোটি ৪০ লাখ রুপি
আলজারি জোসেফ- গুজরাট টাইটান্স- ২ কোটি ৪০ লাখ রুপি
ধাওয়াল কুলকার্নি- অবিক্রিত
রেইল মারডিথ- মুম্বাই ইন্ডিয়ান্স- ১ কোটি রুপি
কেন রিচার্ডসন- অবিক্রিত
রাহুল বুধি- অবিক্রিত
লরি ইভান্স- অবিক্রিত
আয়ুশ বাধোনি- লখনউ সুপার জয়ান্ট- ২০ লাখ রুপি
আনিশ্বর গৌতম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু- ২০ লাখ রুপি
বেনি হাওয়েল- অবিক্রিত
হাইডেন কের- অবিক্রিত
সৌরভ কুমার- অবিক্রিত
শামস মুলানি- অবিক্রিত
ধ্রুব পাটেল- অবিক্রিত
আতিত শেট- অবিক্রিত
ডেভিড ভিসা- অবিক্রিত
বাবা ইন্দ্রজিৎ- কলকাতা নাইট রাইডার্স- ২০ লাখ রুপি
কেনার লুইস- অবিক্রিত
বি আর শারাত- অবিক্রিত
সুশান্ত মিশ্রা- অবিক্রিত
চামিকা করুণারাত্নে- কলকাতা নাইট রাইডার্স- ৫০ লাখ রুপি
ডেভিড উইলি- অবিক্রিত
ব্লেসিং মুজারাবানি- অবিক্রিত
আর সামার্থ- সানরাইজার্স হায়দ্রাবাদ- ২০ লাখ রুপি
অভিজিৎ তমার- কলকাতা নাইট রাইডার্স- ৪০ লাখ রুপি
প্রদীপ সাঙওয়ান- গুজরাট টাইটান্স- ২০ লাখ রুপি
কৌশাল তাম্বে- অবিক্রিত
মুকেশ কুমার সিং- অবিক্রিত
প্রথাম সিং- কলকাতা নাইট রাইডার্স- ২০ লাখ রুপি
হৃত্বিক চ্যাটার্জি- পাঞ্জাব কিংস- ২০ লাখ রুপি
নিনাদ রাথবা- অবিক্রিত
হৃত্বিক শকিন- অবিক্রিত
সুশাঙ্ক সিং- সানরাইজার্স হায়দ্রাবাদ- ২০ লাখ রুপি
কাইল মায়ার্স- লখনউ সুপার জয়ান্ট- ৫০ লাখ রুপি
অমিত আলি- অবিক্রিত
করণ শর্মা- লখনউ সুপার জয়ান্ট- ২০ লাখ রুপি
বালতেজ ডান্ডা- পাঞ্জাব কিংস- ২০ লাখ রুপি
সেীরভ দুভে- সানরাইজার্স হায়দ্রাবাদ- ২০ লাখ রুপি
ললিত যাদব- অবিক্রিত
মোহাম্মদ আরশাদ খান- মুম্বাই ইন্ডিয়ান্স- ২০ লাখ রুপি
আনস পাটেল- পাঞ্জাব কিংস- ২০ লাখ রুপি
আশোক শর্মা- কলকাতা নাইট রাইডার্স- ৫৫ লাখ রুপি
আশুতোস শর্মা- অবিক্রিত
অনুনায় সিং- রাজস্থান রয়্যালস- ২০ লাখ রুপি

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল