এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ট্রাফিক পুলিশের মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। সোমবার রাতে এ ধরনের একজনকে টাকা নেওয়ার সময়ে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি জাহাঙ্গীর আলম লাভলু (৫০)। বাগেরহাট নতুন পুলিশ লাইনের সামনে চায়ের দোকন রয়েছে তার। এক সময়ে বাগেরহাটে-ঢাকা রুটে হামীম পরিবহনের ড্রাইভার ছিল সে।
বাগেরহাট সদর মডেল থানার এসআই আব্দুস সালাম জানান, রামপাল উপজেলার ফয়লা পার গোবিন্দপুর গ্রামের মো. আক্কাস আলী শেখের ছেলে মিলন সেখ টিটু’র একটি বাগেরহাট-হ-১১-৯১৩৮ মোটর সাইকেলটি সোমবার ট্রাফিক পুলিশ আটক করে। আটকের সময়ে কোন কাগজ পত্র না দেখাতে পারলে মোটর সাইকেলটি পুলিশ লাইনে আটক করে আনা হয়।
এদিন রাতে মিলন শেখ গাড়ীর বই ও ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র নিয়ে ট্রাফিক অফিসে আসে। পথিমধ্যে লাভলু মিলনের সাথে যোগাযোগ করে মোটর সাইকেল ছাড়ানো বাবদ জরিমানা ৫১০০ টাকা লাগবে বলে রেখে দেয়। বিষয়টি মিলন বাগেরহাট ট্রাফিক অফিসে জানালে তৎক্ষনাত বিষয়টা বাগেরহাট সদর মডেল থানাকে জানানো হয়। সেখান থেকে এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে লাভলুকে টাকাসহ আটক করে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।
এমআই