মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মসিংহের ঈশ্বরগঞ্জে চালকে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী রাস্তার পাশ থেকে পুলিশ চালকের লাশ উদ্ধার করে।
জানা যায়, জেলার নান্দাইল উপজেলার ঝালুয়া সাভার গ্রামের ফরিদ মিয়ার ছেলে সিএনজি চালক মোফাজ্জল (২৫) কে সিএনজিসহ জিম্মি করে ছিনতাইকারীরা। সোমবার রাতে মোফাজ্জলের মোবাইল থেকে ফোন দিয়ে তার বাবার কাছে টাকা দাবী করে তারা। কিন্তু কোথায় কি ভাবে দিতে হবে সেটি না জানিয়ে ফোনটি কেটে মোবাইল বন্ধ করে দেয়। পরে যোগাযোগ করে আর পাওয়া যায়নি। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত ব্যাক্তির লাশ খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। আত্মীয় স্বজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, চালকসহ সিএনজি ছিনতাই করে দূর্বৃত্তরা। পরে রাস্তার পাশে লাশ ফেলে সিএনজি নিয়ে পালিয়েছে বলেই প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এমআই