বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে পন্য তৈরির অপরাধে সুমন বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের কচু পট্টি এলাকায় বেকারির কারখানায় অভিযান চালিয়ে বেকারির মালিক রমেশ চন্দ্র সাহাকে এই জরিমানা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মারজানা আক্তার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ দেন।
সহকারী কমিশনার মারজানা আক্তার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় বাগেরহাট শহরের কচুয়া পট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী সুমন বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সময় জার্নাল/ইএইচ