০১.
বাপ্পী লাহিড়ীর একটা গান আমার খুব খুব ভালো লাগতো, ঢাকা মেডিক্যালে ডা. ফজলে রাব্বী হলে খুব শুনতাম, রুমমেট বন্ধুরা Mohammad Shaheb Ali, MG Ferdous মনে আছেতো?
"যদি দিল্লী তাড়িয়ে দেয়, মুম্বাই না রাখে/
যদি জায়গা না পাই কলকাতায়/
থাকবো আমরা বাংলারই কোন গাঁয়ে/
প্রেমও থাকবে আমরা থাকবো যেখানে"!
এ গানটা কেন সেরকম জনপ্রিয়তা পায়নি, আমি জানিনা, কিন্তু আমার খুব দুঃখ হয়, ইউটিউবে যেখানে অনেক দুর্লভ গান আছে, অথচ এই গানটা আমি সার্চে পাই না! 😥 ( সংযোজনঃ ধন্যবাদ রাফি শামস্, কমেন্টে লিংক দেয়ার জন্য)
০২.
RIP, the legend! সঙ্গীত শিল্পের সাম্রাজ্যে আপনার অবদান অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে!
০৩.
অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া, নাক ডাকা, স্থূলতা এগুলো একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত!
নাক ডাকার মূল কারণ স্থূলতা আর স্থূলতার সাথে হৃদরোগ, ডায়াবেটিস, প্রেসার, স্ট্রোক, কোমরে, হাঁটুতে ব্যথা, দিনের বেলা নিদ্রালুতা, অবসাদ, এমনকি হঠাৎ মৃত্যু - সোজা কথা, কমবেশি ৯৫ ভাগের বেশি ক্রনিক স্বাস্থ্য সমস্যাই সম্পর্কিত! মূল পোস্টের সর্ট ভিডিও দেখুন, আর কমেন্টে নাক ডাকার ভিডিওর লিংক!
০৪.
On a practical note, বাংলাদেশে এরকম হাসপাতাল থেকে বাড়ী গিয়ে পরদিন স্বাস্থ্যের অবনতি হয়ে মৃত্যু হলে ( ছবি-২) ডাক্তার আর হাসপাতাল কর্তৃপক্ষের ফরটিন জেনারেশন উদ্ধার হতো সাংবাদিক আর নেটিজেনদের হাতে! এ দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে চিন্তার বলিরেখা ফুটিয়ে রাত জেগে স্টুডিওতে বা অনলাইনে করুণ কান্নার রান্না-বান্না করতেন টকশো বিশেষজ্ঞরা! যাক, বাবা! বাঁচা গেলো অন্তত।
(ফেসবুক থেকে সংগৃহিত)
লেখক: ডা.আরিফ মোরশেদ খান
সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সময় জার্নাল/আরইউ