সময় জার্নাল ডেস্ক। অনলাইন সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করতে বাতিঘর থেকে প্রকাশিত হলো একাডেমিক বাংলা বই অনলাইন সাংবাদিকতা, পাঠ ও প্রয়োগ।
বইটি লিখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম, প্রথম আলোর সিনিয়র সহসম্পাদক সাইফুল সামিন ও দ্য ডেইলি স্টারের সহসম্পাদক মো. সুমন আলী।
বইটি সম্পর্কে কাজী এম. আনিছুল ইসলাম বলেন, ‘অনলাইন সাংবাদিকতার ওপর পূর্ণাঙ্গ একাডেমিক বাংলা বই বাজারে অপ্রতুল। বইটি মূলত দেশের সাংবাদিতার বিভাগগুলোতে অনলাইন সাংবাদিকতার ওপর যেসব বিষয় পড়ানো হয়ে তার আলোকে লেখা। পাশাপাশি এখানে অনলাইন সাংবাদিকতার ব্যবহাররিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।’
সাইফুল সামিন বলেন, ‘একটি একাডেমিক বই প্রকাশে যত ধরনের নিয়ম অনুসরণ করতে হয় এই বইটিতে তা করা হয়েছে। বইটি পড়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও যারা আধিুনক সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মো. সুমন আলী বলেন, ‘অনলাইন সাংবাদিকতার অধুনিক সব বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে। মোবাইল সাংবাদিকতা, ডেটা সাংবাদিকতা, সাংবাদিকতায় ড্রোনের ব্যবহার, সাংবাদিবতায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপস, অনলাইন সাংবাদিকতার সংবাদকক্ষ, মাল্টিমিডিয়াসহ অনলাইন সাংবাদিকতা জানতে যা প্রয়োজন তার অধিকাংশ বিষয় পাওয়া যাবে বইটিতে। অনলাইন সাংবাদিকতার ওপর বাংলা বইয়ের অভাবের তাড়না থেকেই মূলত তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ের ওপর বইটি লেখা হয়েছে।’
বইটি রিভিউ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান এবং অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন খান।
অনলাইন সাংবাদিকতা, পাঠ ও প্রয়োগ বইটি প্রকাশ করেছে বাতিঘর। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। বইটি বইমেলায় বাতিঘরের ৩২৭-৩২৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।
সময় জার্নাল/আরইউ