বুধবার, ফেব্রুয়ারী ১৬, ২০২২     
            
                            
                
                    
আব্দুল্লাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিন কচ্ছপিয়া এলাকায় নৌকার পক্ষে ভোট করার অপরাধে নাসির উদ্দিন আফনান (২৮) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে  প্রতিপক্ষ বিজয়ী আনারস প্রতীকের
সমর্থক শাহাদাত হোসেন মাসুম এর বিরুদ্ধে।
আহত আফনান বর্তমানে জেলা শহর মাইজদীর নোয়াখালী মেট্রো হাসপাতলে ৪৬ নং কেবিনে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে (১৬ ফেব্রুয়ারী) বুধবার বেলা সাড়ে ১১ টায় ২৭ নং রাস্তার মাথার পূর্ব পাশের মসজিদের সামনে।
আহতের ভাই ওমর ফারুক জানান, গত ১০ ফেব্রুয়ারী সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে  তার ভাই নৌকার পক্ষে ভোট করায় নির্বাচনের পর থেকেই প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীর সমর্থক শাহাদাত হোসেন মাসুম সহ কয়েকজন
তার ভাইকে হুমকি দিচ্ছে। আজ সে বাড়ি থেকে বাজারে আসার পথে মাসুম আকস্মিক পেছন থেকে তার উপর হামলা চালায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়লে মাসুম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থনীয়রা তাকে উদ্ধার করে
মাইজদী মেট্রো হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তার পরিবারের পক্ষ থেকে তিনি জানান।
অভিযুক্ত শাহাদাত হোসেন মাসুমকে মুঠো ফোনে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চরজুবলী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল্লাহ খুসরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এই বিষয় কোন খবর এখন পর্যন্ত আসেনি, সবাইকে আমি নিষেধ করেছিলাম যেনো নির্বাচন নিয়ে এখন আর কোন ধরনের সহিংসতায় না জড়ায়, সবাইযেনো মিলেমিশে কাজ করে। আমি বিষয়টি ক্ষতিয়ে দেখতেছি, এবং অপরাধিকে অবশ্যই শাস্তি পেতে হবে।
চরজব্বর থানার ওসি জিয়াউল হক তরিক খন্দকার বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি , লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/এলআর