আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। কয়েক দিনের মধ্যেই এ হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা তাঁর।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বাইডেন। একই সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংকটের কূটনৈতিক সমাধান এখনো সম্ভব বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
রাশিয়া যে ইউক্রেনে হামলার পথে হাঁটছে—এমন দাবি আগে থেকেই করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে এসব দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে মস্কো।
সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও ঘোষণা আসে রাশিয়ার পক্ষ থেকে। তবে এ ঘোষণাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে পশ্চিমারা।
সাংবাদিকদের বাইডেন বলেন, রাশিয়া সাজানো হামলা চালিয়ে ইউক্রেনে অভিযানের অজুহাত খুঁজছে—এমনটি বিশ্বাসের কারণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। এর পরপরই একই দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
কী অজুহাতে রুশ অভিযান শুরু হতে পারে, তা পরিষ্কার করেননি ব্লিঙ্কেন। তবে, কিছু আশঙ্কা তুলে ধরেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে সাজানো সন্ত্রাসী বোমা হামলা, গণকবরের আবিষ্কার, বেসামরিক লোকজনের ওপর সাজানো ড্রোন হামলা, এমনকি রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হামলা’ চালিয়ে অজুহাত তৈরি করতে পারে মস্কো।
সময় জার্নাল/আরইউ