বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা রওনক হাসান। বর্ণিল ক্যারিয়ারে প্রায় দেড় হাজার নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রওনক নির্মাণও করেছেন বেশ কিছু খণ্ড নাটক। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন তিনি। ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে নির্মিত ‘বিবাহ হবে’ নামের ধারাবাহিকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে।
গত ২৬ মার্চ ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রওনক অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। সম্প্রতি রওনক অভিনয় করেছেন ‘শুভ বিবাহ’ নামের একটি একক নাটকে। মিজানুর রহমান বেলালের রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। রওনকের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী মৌ।
এ প্রসঙ্গে রওনক হাসান বলেন, নাটকের গল্পটি ভালো। শুধু বলব দর্শক অনেক বছর পর ভিন্ন ধারার নাটক দেখতে পাবেন। শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
সময় জার্নাল/আরইউ