সময় জার্নাল প্রতিবেদক: প্রতি বছর ফেব্রুয়ারী মাসের প্রথমেই বাঙালীর প্রাণের বই মেলা শুরু হলেও করোনার তৃতীয় ডেউয়ের কারণে এবছর তা পিছিয়ে পৌঁছায় ১৫ তারিখে। কিছুদিন দেরিতে শুরু হলেও পাঠকদের মেলার প্রতি আকর্ষণ একটুও কমেনি। তাইতো প্রথম শুক্রবারেই জমে উঠেছে অমর একুশে বইমেলা।
করোনার থাবায় থমকে আছে দেশ। গত বছর বই মেলা হলেও তা করোনার কারণে নানা সীমাবদ্ধতার মধ্যে হয়েছে। টালমাটাল অবস্থায় গত বছর মেলায় দর্শনার্থীদের উপস্থিতিও ছিলো কম। তবে এবছরের প্রথম ছুটির দিনে বই প্রেমিদের উপচে পড়া ভিড় দেখা গেছে মেলায়।
আজ মেলার শুরু থেকেই ক্রেতাদের দেখা গেছে মেলায় প্রবেশ করতে। তবে বেশিরভাগই তরুণদের মেলায় আসতে দেখা গেছে সেই সাথে বয়স্ক পাঠক ও বাবা-মায়ের সাথে শিশুদেরও উপস্থিতি ও চোখে পড়ছে ছুটির দিনে।
সামাজিক দূরত্ব ও বিধিনিষেধ মেনে শুরু হওয়া এই মেলা এবছর বাঙলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানে সাড়ে সাত লাখ বর্গ ফুট জায়গাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। বই মেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এমআই