আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে এ পর্যন্ত ১০ জনের প্রাণহানীর তথ্য মিলেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাম্প্রতিককালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে এই প্রথম।
জানা গেছে, ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে একের পর এক বাড়ির ছাদ। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গিয়েছে। একের পর এক বাড়ি তছনছ হয়ে গিয়েছে। বিধ্বস্ত পরিবহণ ব্যবস্থাও। ঘণ্টায় ১৯৫ কিমি বেগে প্রবল হাওয়ায় দেশটির অনেক গাছ উপরে গেছে।
শুক্রবার লিভারপুলে ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আয়ারল্যান্ডে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সি এক বৃদ্ধার উপর। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে ঝড়ের জন্য একের পর এক বিমান বাতিল করা হয়েছে। ফলে লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে সব মিলিয়ে দুই লাখ মানুষ আটকে পড়েন।
নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, লিভারপুল, কর্নওয়াল, আয়ারল্যান্ড ইত্যাদি জায়গার বিধ্বস্ত অবস্থা। লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা নেই। তবে পরিষেবা সচল রাখা এবং উদ্ধারকাজে কাজ করে চলেছে প্রশাসন।
সময় জার্নাল/ইএইচ