স্পোর্টস ডেস্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্রাঞ্জাইজি লীগ পিএসএল-কে ঘিরে একের পর এক রহস্য জন্ম নিচ্ছে। সর্বশেষ ক্যারেবিয়ান তারকা ক্রিস গেইল টুইটারে আরেক রহস্যের জন্ম দিয়েছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ক্রিস গেইল টুইট করেন, আগামী মৌসুমে পিএসএলের করাচি কিংসের হেড কোচ হচ্ছেন তিনি!
ক্রিস গেইল টুইটে বলেন, ‘পরবর্তী মৌসুমে করাচি কিংসের নতুন হেড কোচ হব আমি।’ এ নিয়ে কোনো তর্কও হবে না বলে জানান বিশ্ব টি-টোয়েন্টির এ তারকা।
এবারের পিএসএলে শুরু হয় একের পর এক বিতর্ক। টানা আট ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংস। দলের ব্যর্থতার জন্য অনেকেই বাবর আজমকে দোষারোপ করছেন। কিন্তু পাকিস্তানের সাবেক বিতর্কিত ক্রিকেটার বাবর আজমদের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশের সঙ্গে তুলনা করে কুরূচিপূর্ণ মন্তব্য করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বাট বলেন, ‘আমি তা বলবো না... (বাবর অধিনায়ক হিসেবে খারাপ)। পাকিস্তানের অধিনায়কও সে। এখন আপনি যদি মহেন্দ্র সিং ধোনি কিংবা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তারা কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হবে না। যদি আপনাকে কিছু পরিবর্তন আনতে হয়, তবে অবশ্যই ধৈর্য ধরতে হবে।’
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ আনেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার। বলেছেন, পিসিবি না কি তার সঙ্গে চুক্তির বরখেলাপ করেছেন। এ কারণে পিএসএল না খেলেই মাঝপথে দেশে ফিরে গেছেন এই ক্রিকেটার। তবে পাল্টা অভিযোগে পিসিবি বলছে ভিন্ন কথা। পিএসএলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে অজি এ তারকাকে।
সময় জার্নাল/আরইউ